চলমার গণতন্ত্রের চেয়ে সাময়িক শাসন অনেক ভালোই ছিল: উছমান আলী চেয়ারম্যান

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

চলমার গণতন্ত্রের চেয়ে সাময়িক শাসন অনেক ভালোই ছিল: উছমান আলী চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক::
দেশ পরিচালনায় চলমান গণতন্ত্রের মাধ্যমে মানুষের অধিকার আজ হরণ করা হয়েছে। মানুষের আজ বাকস্বাধীনতা আর মৌলিক অধিকারের কথা বলেন। গণতন্ত্র নামক এক নায়কতন্ত্রের যাতাকলে নির্মমভাবে নিশ্বেষ হয়ে গেছে। দেশ আজ সরকার নামের সিন্ডিকেট ধারা পরিচালিত হচ্ছে। দ্রব্যমূল্য বলেন আর শিক্ষা, চিকিৎসার কথা বলেন সবখানে নেতা নামে দানবের দৌরাত্ব। মানুষ এসব থেকে মুক্তি চায়, পরিত্রান চায়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টি আয়োজিত সুরমা মার্কেটস্থ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পল্লিবন্ধু যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তা অব্যাহত থাকলে দেশের প্রতিটি মানুষ আজ সুফল পেত।

জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুল রহমান আলতাফ, জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য মো: মখবুল হোসেন, আব্দুল মন্নান, আবুল খায়ের মেম্বার, মো: ইরাজ আলী, ফয়ছল আহমদ, জেলা জাতীয় যুব সংহতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: ফয়ছল আহমদ, জেলা সদস্য সচিব মো: শাহান উদ্দিন নাজির, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম. মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, মহানগর সদস্য সচিব ইমরান আহমদ, তরুণ পার্টির মহানগর আহ্বায়ক হাসান আহমদ, মটর শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল আহমদ, যুবনেতা হাবিবুর রহমান স্বপন, শাহিন আহমদ, মো: গোলাম জবদানী, মো: আলী কানু, আব্দুল হান্নান চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, শাহিন আহমেদ, মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক নেতা এস.এম শামিম আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মতিন রাজু, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান আখন্দ, জাপা নেতা মানিক মিয়া, জিল্লুর রহমান মানিক, ইমরান আহমদ লিংকন, বাবুল মিয়া, নূর উদ্দিন, মিজান বিন আফরোজ চৌধুরী, জসিম উদ্দিন প্রমুখ।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ