ঝুঁকিপূর্ণ কেন্দ্র: বালাগঞ্জে খোলা আকাশের নিচে চলছে ভোটগ্রহণ

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: বালাগঞ্জে খোলা আকাশের নিচে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক ::
দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় সিলেটের ৪৪টি ইউনিয়নে চলছে ইউপি নির্বাচন। তারমধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে সকাল থেকে চলছে ভোটগ্রহণ।

ইউনিয়নগুলো হলো-বালাগঞ্জের পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন। দেওয়ান বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৯৭নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের বুথের জায়গা না হওয়ায় খোলা আকাশের নিচে বুথ রাখা হয়েছে।

জানা যায়, ৯৭নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বুথ সংখ্যা হচ্ছে ৮টি। এরমধ্যে রাতে খোলা আকাশের নিচে ডেকোরেশন করে তিনটি অতিরিক্ত বুথ তৈরি করা হয়েছে। এই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৬৯জন।

এই ওয়ার্ডে তিনজন পুরুষ ইউপি সদস্য(মেম্বার) প্রার্থী।১,২,৩নং সংরক্ষিত নারী প্রার্থী দুজন। প্রিজাইডিং অফিসার রুকনুজ্জামান জানান,সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

উল্লেখ্য-বালাগঞ্জ উপজেলার মধ্যে দেওয়ান বাজার ইউনিয়নে ভোটার সংখ্যা ২২৭৪৮ জন। ইউনিয়নের ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ