জকিগঞ্জে ইউকে এসোসিয়েশনের পক্ষে হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

জকিগঞ্জে ইউকে এসোসিয়েশনের পক্ষে হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান

জকিগঞ্জ প্রতিনিধি :: জালালাবাদ এসোসিয়েশন ইউকে ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর যৌথ উদ্যোগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে ।

সুরক্ষা সামগ্রী মধ্যে রোগীদের জন্য অত্যাধুনিক অক্সিজেন কন্সিসটেন্ট, ৩ টি পালস অক্সিমিটার, ১ টি হুইল চেয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদীর কাছে স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সিলেট ল’কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সাংবাদিক এহসান আহমদ উজ্জল।

রোববার বেলা দুইটায় সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ডা.আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

তিনি বলেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালালাবাদ এসোসিয়েশন ইউকে ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে স্বাস্থ্যকমপ্লেক্সে অত্যাধুনিক অক্সিজেন কনস্ট্যান্ট ৩টি পালস অক্সিমিটার ১ টি হুইল চেয়ার বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যদি আরো একটি ভেন্টিলেশন এর ব্যবস্থা করতে পারে তাহলে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো, আমরা হয়তো এই জকিগঞ্জে থাকবোনা, কিন্তু এই জকিগঞ্জের মানুষ আপনাদেরকে আজীবন মনে রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ইউকে প্রবাসী নেতৃবৃন্দের মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সদস্য মাহবুবুল হক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এড.মোস্তাক আহমদ, রোটারিয়ান হাজী আব্দুল খালিক, আব্দুল্লাহ মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান, আনোয়ার খান, রেজাউল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান, ফজলে রাব্বী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ