কানাইঘাট থেকে অস্ত্রসহ দুজন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

কানাইঘাট থেকে অস্ত্রসহ দুজন ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: কানাইঘাট থেকে বিদেশী রিভলবারসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার বাউরভাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সনাতন পুঞ্জি গ্রামের ফয়জুল হকের পুত্র নিজাম উদ্দিন ও মতসিন আলীর পুত্র সুলতান খান।

পরে তাদেরকে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে কানাইঘাট থানায় হস্তান্তর করে।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন এ তথ্য নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ