সিলেটে ‘আইএফসিআর’র প্রীতি ক্রিকেট ম্যাচে সম্পন্ন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

সিলেটে ‘আইএফসিআর’র প্রীতি ক্রিকেট ম্যাচে সম্পন্ন

স্পোর্টস ডেস্ক::

বিশ্বের বিভিন্ন দেশে আইএফসিআর’র উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলেও বাংলাদেশে এবারই প্রথম সিলেট জেলা ষ্টেডিয়ামে আইএফসিআর খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার আইএফসিআর প্রীতি ক্রিকেটে ম্যাচে রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ জয়লাভ করেছে। এদিন তারা রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮১ কে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারায়।

সকালে টসে জয়লাভ করে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অধিনায়ক আলী ওয়াসিকুজ্জামান অনি টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে প্রথমে ব্যাট করতে যেয়ে ডিস্ট্রিক্ট ৩২৮২ নির্ধারিত ২০ওভারে ১৯৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন স্বপন ও মাহফুজ ৩৬ রান করে। এছাড়া তারেক আহমদ হিমু ৩৫, বাবু ১৫ এবং অনি ১৪ রান করেন। ডিস্ট্রিক্ট ৩২৮১ এর বোলার রাজিব ১৬ রানে ৩ উইকেট, সালাউদ্দিন ২৫ রানে এবং সুমন ২২ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।

ডিস্ট্রিক্ট ৩২৮১ জয়লাভের জন্যে২০০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩০ রানে আটকে গেলে ৬৯ রানের পরাজিত হয়। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন রুমি ৩৩ এবং রাহাত ২৫। বিপক্ষ দলের আসিফ ৭ রানে এবং নূর ১২ রানে ২টি করে উইকেট লাভ করেন।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ইসমত আলী এবং রবীন চৌধুরী। এছাড়া স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল আহমদ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা