সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে পূজা চন্দ (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে একটি সুইসাইড নোট লিখে যান তিনি।
বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির ঘর থেকেই ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার পূজার স্বামী সঞ্জয় চন্দকে এবং শাশুড়িকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৩০৪(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।
হাসপাতালে পূজার হাতের তালুতে একটি সুইসাইড নোট দেখা যায়। এতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুরি দাই (শাশুড়ি দায়ী)। ইতি পূজা।’
পূজার বাবা জানান, বছরখানেক আগে ২০ বছরের পূজার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তার মেয়েকে অত্যাচার করত তার জামাই ও শাশুড়ি।
পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে পূজার বিয়ে হয়। তবে তার শ্বশুরবাড়িতে অশান্তি বিরাজ করছিল। পূজার হাতের তালুতে লেখা ছিল তার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী।
যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক পুলিশকর্তা।
সূত্র: আনন্দবাজার।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা সুত্র : বাংলাদেশ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি