‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে পূজা চন্দ (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে একটি সুইসাইড নোট লিখে যান তিনি।

বুধবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির ঘর থেকেই ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার পূজার স্বামী সঞ্জয় চন্দকে এবং শাশুড়িকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৩০৪(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

হাসপাতালে পূজার হাতের তালুতে একটি সুইসাইড নোট দেখা যায়। এতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুরি দাই (শাশুড়ি দায়ী)। ইতি পূজা।’

পূজার বাবা জানান, বছরখানেক আগে ২০ বছরের পূজার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তার মেয়েকে অত্যাচার করত তার জামাই ও শাশুড়ি।

পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে পূজার বিয়ে হয়। তবে তার শ্বশুরবাড়িতে অশান্তি বিরাজ করছিল। পূজার হাতের তালুতে লেখা ছিল তার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী।

যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক পুলিশকর্তা।

সূত্র: আনন্দবাজার।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা সুত্র : বাংলাদেশ প্রতিদিন