কানাইঘাট গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ইন্তেকাল, জানাজা শনিবার

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

কানাইঘাট গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ইন্তেকাল, জানাজা শনিবার

অনলাইন ডেস্ক ::
সিলেটের কানাইঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিয়ানীবাজারের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. হিফজুর রহমান চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন ।

শুক্রবার (১২ নভেম্বর) রাত নয়টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার জ্যেষ্ঠ পুত্র জেলা অ্যাকাউন্টস অফিসার আব্দুল মোমিত চৌধুরী জানান, শনিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটায় বিয়ানীবাজার কাকুড়া জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে, জেলা অ্যাকাউন্টস অফিসার আব্দুল মোমিত চৌধুরীর পিতা মো. হিফজুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ