বীর-জারার ১৭ বছর: ফিরে দেখা কিছু তথ্য

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

বীর-জারার ১৭ বছর: ফিরে দেখা কিছু তথ্য

বলিউডের গত দুই দশকের আলোচিত ছবির মধ্যে অন্যতম যশ চোপড়া পরিচালিত ছবি ‘বীর-জারা’। ২০০৪ সালের ১২ নভেম্বর, অর্থাৎ আজকের দিনে মুক্তি পায় ছবিটি। একদিকে যেমন এই ছবিতে আছে ভারত-পাকিস্তান মৈত্রীর প্রসঙ্গ, তেমনই যশ চোপড়ার সিগনেচার স্টাইল। আছে বলিউডের চিরন্তন প্রেমের গল্প। শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত ছবিটি ১৭ বছর পূর্ণ করল আজ। ছবির ১৭তম বার্ষিকীতে একনজরে ছবিটি নিয়ে কিছু জানা-অজানা তথ্য রইল।

ছবিতে বেশ কিছু কারাগারের দৃশ্য আছে। সেখানকার বেশির ভাগ দৃশ্যেই ছিলেন রানি ও শাহরুখ খান। শোনা যায়, সব কটি দৃশ্যই এক দিনে শুটিং করা হয়েছিল

ছবিতে বেশ কিছু কারাগারের দৃশ্য আছে। সেখানকার বেশির ভাগ দৃশ্যেই ছিলেন রানি ও শাহরুখ খান। শোনা যায়, সব কটি দৃশ্যই এক দিনে শুটিং করা হয়েছিল
ছবি: সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

৫ / ৯
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির একটি বড় অংশে ছিল আশির দশকের গল্প।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির একটি বড় অংশে ছিল আশির দশকের গল্প।
ছবি: সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

৬ / ৯
 ছবির গানগুলো বেশ আলোচিত হয়। এমনিতেই যশ চোপড়া তাঁর ছবির গান নিয়ে বেশি মনোযোগ দেন। তাঁর মনে হয়েছিল, এই ছবির যা মেজাজ, সেই অনুযায়ী গান কম্পোজ করতে পারেন একমাত্র প্রয়াত মদনমোহন। তাই তিনি সমসাময়িক কোনো সংগীত পরিচালককে দায়িত্ব না দিয়ে মদনমোহনের রেখে যাওয়া আর্কাইভ করা অপ্রকাশিত সৃষ্টির ওপরই ভরসা রেখেছিলেন

ছবির গানগুলো বেশ আলোচিত হয়। এমনিতেই যশ চোপড়া তাঁর ছবির গান নিয়ে বেশি মনোযোগ দেন। তাঁর মনে হয়েছিল, এই ছবির যা মেজাজ, সেই অনুযায়ী গান কম্পোজ করতে পারেন একমাত্র প্রয়াত মদনমোহন। তাই তিনি সমসাময়িক কোনো সংগীত পরিচালককে দায়িত্ব না দিয়ে মদনমোহনের রেখে যাওয়া আর্কাইভ করা অপ্রকাশিত সৃষ্টির ওপরই ভরসা রেখেছিলেন
ছবি: ফেসবুক পেজ থেকে

 প্রয়াত মদনমোহনের আর্কাইভের ১০০টি টিউন থেকে ছবির মেজাজের সঙ্গে মেলে, এমন ৩৫টি টিউন প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়। ওই তালিকা থেকে চূড়ান্ত ১১টি টিউন নির্বাচন করেন আদিত্য চোপড়া

প্রয়াত মদনমোহনের আর্কাইভের ১০০টি টিউন থেকে ছবির মেজাজের সঙ্গে মেলে, এমন ৩৫টি টিউন প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়। ওই তালিকা থেকে চূড়ান্ত ১১টি টিউন নির্বাচন করেন আদিত্য চোপড়া
ছবি: সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে

এই ছবিতে প্রীতি জিনতার কাস্টিংও বেশ গুরুত্বপূর্ণ। তার আগে প্রীতিকে বেশ পাশ্চাত্য মেজাজের ও সমসাময়িক চরিত্রের লুকে দেখা যেত। ‘বীর-জারা’তে প্রীতির সেই নিয়মিত লুক ভাঙতে চেয়েছিলেন নির্মাতা

এই ছবিতে প্রীতি জিনতার কাস্টিংও বেশ গুরুত্বপূর্ণ। তার আগে প্রীতিকে বেশ পাশ্চাত্য মেজাজের ও সমসাময়িক চরিত্রের লুকে দেখা যেত। ‘বীর-জারা’তে প্রীতির সেই নিয়মিত লুক ভাঙতে চেয়েছিলেন নির্মাতা
ছবি: ইউটিউব থেকে

এই ছবিতে শাহরুখ খানের সব পোশাক পরিকল্পনা করেছিলেন করণ জোহর

এই ছবিতে শাহরুখ খানের সব পোশাক পরিকল্পনা করেছিলেন করণ জোহর
ছবি: ইউটিউব থেকে
প্রথম আলো