সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
বিনোদন ডেস্ক
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হলো আজমেরী হক বাঁধনের নাম। এ আয়োজনে ঢাকা থেকে অনলাইনে সরাসরি যুক্ত হন ‘রেহানা’ ছবির অভিনেত্রী বাঁধন। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে যতটুকু কথা বলেছেন, পুরোটা সময় কাঁদতে কাঁদতেই কথা বলেছেন এই অভিনেত্রী।
বাঁধন বলেন, ‘সেরা অভিনেত্রী এই অ্যাওয়ার্ড আমার জন্য অনেক সম্মানের। এই স্বীকৃতির জন্য উৎসব কর্তৃপক্ষ এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের সম্মানিত জুরিদের ধন্যবাদ। আমি আমার টিমকে, আমার মা-বাবা, শুভাকাঙ্ক্ষী, আমার সব শক্তির উৎস আমার মেয়ে মিশেল এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদকে। যিনি আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, যা আমি স্বপ্নেও ভাবিনি। আমার দেশ এবং বিদেশে যেসব মানুষ তাদের অধিকার, স্বাধীনতা থেকে বঞ্চিত, নিঃস্ব, তাদের আমি এ পুরস্কার উৎসর্গ করছি। আত্মনিবেদন, কঠোর শ্রম ও দৃঢ়তা দিয়ে আমি যেহেতু এই জায়গায় পৌঁছাতে পেরেছি, সেটা যে কেউই পারবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কানের অফিসিয়াল ফটোশুটে আজমেরি হক বাঁধন
কানের অফিসিয়াল ফটোশুটে আজমেরি হক বাঁধন ছবি: রয়টার্স
এবার সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পান ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পাঁচ দেশের অভিনেত্রীরা। তাঁদের মধ্য থেকে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে বাঁধন বলেন, ‘এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমার কাছে। এ আনন্দ আমি বলে বোঝাতে পারব না। অনেক বড় একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। এ অর্জন পুরো টিমের জন্য। বিশেষ করে নির্মাতা সাদের প্রতি আমি কৃতজ্ঞ। খুশিটা আমার জন্য আরও বেশি। কারণ, ছবিটি বাংলাদেশে মুক্তির আগের দিন এ সুসংবাদ পেলাম।’
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বসে অ্যাপসার ১৪তম আসর। সেখানেই গতকাল বৃহস্পতিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার এতে অংশ নেয় এশিয়ার ২৫টি দেশ। চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ৩৮টি সিনেমা। ১১টি দেশের ১০টি সিনেমাকে দেওয়া হয় পুরস্কার। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হয়েছে জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘ড্রাইভ মাই কার’। ‘রেহানা’ ছবির জন্য জুরি গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
সুত্র : প্রথম আলাে
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি