সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
সাজ্জাদ আনসারি :: বাংলাদেশে এই করোনাকালেও দুর্নীতি থেমে নেই। সর্বশেষ বেসরকারি রিজেন্ট হাসপাতালে সাড়ে পাঁচ হাজারেরও বেশি ভুয়া করোনা টেস্টের ঘটনায় তোলপাড় চলছে। এদিকে আজ করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আমি দেখেছি লাইভের মাধ্যমে বিভিন্ন টেলিভিশনে তাকে নিয়ে যাচ্ছে গোয়েন্দা অফিসে। তার পরনে ছিল ডাক্তারি সাদা ইউনিফর্ম, সে একজন ভুয়া ডাক্তার। এই ইউনিফর্ম নিয়ে কিভাবে পুলিশের সামনে দিয়ে যায়। পুলিশের উচিত ছিল তার ইউনিফর্ম খোলে নেয়া। হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তি কে সুন্দর ভাবে সম্মান দিয়ে নিয়ে গেলো,এই হল রাষ্ট্রের বর্তমান অবস্থা।
তার দেওয়া ভুয়া করোনা সনদ নিয়ে যারা বিদেশ গিয়েছে এখন তাদের মাঝে অনেকে করোনায় আক্রান্ত, তাদের এই ভুয়া রিপোর্টের কারণে অন্যান্য দেশ বাংলাদেশি ডাক্তারের প্রতি ভবিষ্যতে আস্থা রাখতে পারবে না।
বাংলাদেশের ফ্লাইট বাতিল হওয়ার কারণে কাতার হয়ে ইতালিতে যাওয়ার চেষ্টাকালে এক সাথে ১২৫ জন ছুটিতে থাকা প্রবাসীকে প্লেন থেকে নামতেই দেয়নি। ফেরত পাঠিয়ে দিয়েছে।
তাদের এই জালিয়াতির কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফ্লাইট বন্ধ করে দিয়েছে। হারিয়েছে এত বছরের কষ্টে অর্জিত বিশ্বাস এবং সম্মান।
বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি একেবারেই শেষ করে দিয়েছে তারা।
আমি বলব এরা দেশদ্রোহী। এরা পরিকল্পিতভাবে এমন জঘন্য কাজ করেছে। এদের দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি