মহামারী করোনাকালে (কোভিড-১৯) ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষ এবং অভুক্ত প্রাণীকে খাদ্যসহায়তা

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

মহামারী করোনাকালে (কোভিড-১৯) ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষ এবং অভুক্ত প্রাণীকে খাদ্যসহায়তা

অনলাইন ডেস্ক ::

বৈশিক মহামারী করোনাকালে (কোভিড-১৯) ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষ এবং অভুক্ত প্রাণীকে খাদ্যসহায়তা ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান করায় তথা এই মানবীয় কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম আলো জাতীয় পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এর স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিমকে ‘’প্রথম আলো বন্ধুসভা সম্মাননা ২০২১’’ প্রদান করা হয়। সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামের সম্মুখে ১২ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত প্রথম আলো সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম আলো জাতীয় পরিচালনা পর্ষদ এর পক্ষে এই পুরস্কার তুলে দেন সিলেট উন্নয়ন কমিটির সভাপতি নওশাদ আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। মাহি উদ্দিন আহমদ সেলিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি সর্বদা পুরস্কার দিয়ে আসছি, কিন্তু মানবতার সেবায় ব্রত কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার এই প্রথম গ্রহণ করলাম। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে মানবতার সেবায় আমার চলমান কাজের উদ্যমতাকে আরো বাড়িয়ে দিয়েছে। এজন্য তিনি প্রথম আলো পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দসহ সিলেট বিভাগীয় ও জেলা প্রতিনিধিবৃন্দ এবং বন্ধুসভা’র বন্ধুদের প্রতি তাঁর ব্যক্তিগত পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতায় আমি তথা আমার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মাহা’ কর্তৃক আজীবন মানবসেবায় কাজ করে যেতে চাই।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

বার্তা প্রেরক
বিপুল চন্দ্র তালুকদার
অফিস সেক্রেটারী
সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ