সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ। মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোকে।
আমরা কেউ জানিই না যে নিজের অজান্তেই কে কোন ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ঠিক তেমনই এক ছেলের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের মোঃ আব্দুল করিমের পুত্র ইকবাল হোসেন (২৫) এর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেছেন।
ইকবাল হোসেনের প্রায় দেড় বছর আগে মুখের বাম পাশে ক্যান্সার সনাক্ত হয়ে শারীরিক অসুস্থতায় ভুগছেন। ঢাকা ক্যান্সার হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে ঢাকার ডাঃ মোজাম্মিল হকের তত্বাবধানে মুখের অস্ত্রপাচার হয়েছে। এরই মধ্যে বিষয় সম্পত্তি বিক্রি করে এখন চিকিৎসা খরচ চালাতে পারছেন না। প্রতি সপ্তাহে ৫-৬ হাজার টাকা ঔষধ কিনতে হয় তাকে।
দীর্ঘদিন ছেলের চিকিৎসা চালিয়ে বর্তমানে আর্থিক সংকটে আব্দুল করিমের পরিবার। ফলে তার ছেলেকে উন্নত চিকিৎসা দিতে পুরোপুরি ব্যর্থ। ক্যান্সারে আক্রান্ত ছেলের সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানিয়েছেন আব্দুল করিম। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ আব্দুল করিম । বিকাশ নম্বর – ০১৭৫০৬৯৬৯২৫ (ব্যক্তিগত)
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি