সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক::
সিলেট থেকে কক্সবাজার, এরপর সেন্টমার্টিন হয়ে আবার কক্সবাজার ফিরে এলেন সিলেট জেলা ডিবির সাবেক অফিসার ইনচার্জ সাইফুল আলম রোকন। কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান আজ শনিবার তার বদলির আদেশে স্বাক্ষর করেছেন। সাইফুল সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
সাইফুল সিলেট জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার হাতধরে সিলেটে জেলা গোয়েন্দা পুলিশ বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। এরমধ্যে অন্যতম এমসি কলেজের হোস্টেলে কিশোরী গৃহবধূ গণধর্ষণকান্ডের প্রধান আসামি অর্জুন লস্করসহ আরো একজনকে গ্রেফতার। তিনি নিজেই তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন।
এদিকে গত ১২ সেপ্টেম্বর ওসামনীনগর থানার শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়। প্রায় প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্লুলেস এই ঘটনা নিয়ে যখন দেশের সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন, ঠিক তখনই মাত্র ১০ দিনের মাথায় আসে সুখবর। খবরটির সাথে যারা জড়িত তাদের প্রধান দুটি চরিত্র সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও গোয়েন্দা কর্মকর্তা সাইফুল আলম রোকন। তাদের কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় এগুতে থাকে কাজ। ঢাকার ডিবি পুলিশকেও তারা যাবতীয় তথ্য দিয়ে সহযোগীতা করেছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘটনার সাথে জড়িত শামীম আহম্মেদ, নূর মোহাম্মদ সেবুল এবং আব্দুল হালিমকে ঢাকা ও হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। কিন্তু মূল পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহির থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
তবে চৌকস গোয়েন্দা অফিসার সাইফুলের নজরদারির আওতায়ই ছিলেন তিনি। টানা তিনদিন তিনরাত গোপন তৎপরতা শেষে হবিগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন তিনি।
এরপর গত এক বছরে আরও অনেক সাফল্য অর্জন করেছেন তিনি। বিশেষ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধে ও একাধিক বড় চোরাচালান জব্দে এবং চোরাকারবীদের আটকে সক্ষম হয়েছিলেন সাইফুল।
এছাড়াও তার দক্ষতায় আরো কয়েকটি ধর্ষণ, রাজনৈতিক হত্যাকা-, ছিনতাই, ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার সম্ভব হয়েছিল। সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং চোরাকারবারিদে গ্রেফতারেও তিনি দারুন সাফল্য পেয়েছিলেন। এক কথায় সিলেটে তার সাফল্য নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা আগেও হয়েছে, এখনো চলছে।
সম্প্রতি তাকে বদলি করে নিয়ে যাওয়া হয় কক্সবাজারে। দায়িত্ব পান সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে। সেখানেও তিনি অল্প সময়ে প্রশংসনীয় কিছু কাজ করেছেন বৃহত্তর সিলেটের হবিগঞ্জে জন্ম নেয়া সাইফুল।
কাজে গভীর মনোযোগ, দায়িত্বশীলতা আর সাধারণ মানুষের জন্য তার ভালোবাসার পুরস্কার হিসাবে আবারও বদলি হয়েছেন সাইফুল আলম রোকন। কক্সবাজার জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তার গুরু দায়িত্ব পেয়েছেন তিনি।
সিলেট সেন্টমার্টিনসহ যেখানেই তিনি কাজ করেছেন সেখানেই তার কিছু শুভাকাংখী ও বন্ধু-বান্ধব সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর পেশাগত সহকর্মী, উর্ধ্বতন কর্মকর্তা ও শুভাকাংখীদের কাছে দোয়া চেয়েছেন চৌকস এই গোয়েন্দা কর্মকর্তা।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি