সিলেট ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের উত্তর-পূর্ব কোণে অবস্থিত পর্যটন খ্যাত জৈন্তাপুর উপজেলা। এ উপজেলায় স্বাধীন সাংবাদিকতার একমাত্র প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাব। এ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে-২০২১ সভাপতি পদে নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মো. হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাব হল রুমে সকল সদস্যর উপস্থিতিতে প্রথম অধিবেশনে সহকারী অধ্যাপক শাহেদ আহমদ’র সভাপতিত্বে সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার আলতাফুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ইলিয়াছ উদ্দিন লিপু ও কমিশনার হানিফ মোহাম্মদ এর-যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সমাজসেবী মো. হায়দার আলী, হানিফ আহমদ, ইমরান হোসেন বিল্লাল, জৈন্তাপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির খাঁন, সুমন আহমদ প্রমুখ।
প্রেসক্লাবের সকল সদস্যদের উস্থিতিতে ভোট গ্রহনের মাধ্যমে বিপুল ভোটে সভাপতি পদে দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সিলেটভিউ২৪.ডটকম-এর জৈন্তাপুর প্রতিনিধি আবুল হোসেন মো. হানিফ নির্বাচিত হয়। নতুন কমিটি প্রথম সাধারণ সভায় প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি