গোলাপগঞ্জে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

গোলাপগঞ্জে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে ননএমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

এসময় কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে আর্থিক প্রণোদনার অর্থ প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১০২ জন ননএমপিও শিক্ষক জনপ্রতি ৫ হাজার টাকা করে ও ১৮ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল।