সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
অনলাইন ডেস্ক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বার বার দেখা গেছে টসের প্রভাব। টসে হার মানে যে ম্যাচেও হার সেটা একাধিকবার দেখা গেছে। তবে ব্যতিক্রম অবশ্যই রয়েছে, তা সংখ্যায় নেহাতই কম। কিন্তু ফাইনালের আগে উল্টো কথা শোনা গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মুখে। জানালেন, নিজেদের পরীক্ষায় ফেলার জন্য পাকিস্তান ম্যাচের আগে টসে হারতে চেয়েছিলেন।
তবে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ফিঞ্চ। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘টস হারলেও সেটা পেরিয়ে আসতে পারি আমরা। বড় প্রতিযোগিতায় কোনো না কোনো সময় আপনাকে প্রথমে ব্যাট করতেই হবে। চাইছিলাম পাকিস্তানের বিরুদ্ধে টসে হারতে, যাতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান খাড়া করার চ্যালেঞ্জ নিতে পারি আমরা। ফাইনালেও প্রথমে ব্যাট করতে হলে আমরা কিছু মনে করব না।’
ফিঞ্চ বলেন, ‘আইপিএল ফাইনাল আমরা সবাই দেখেছি। চেন্নাই বড় রান খাড়া করে সেটা ধরে রেখেছিল। এটা পুরোটাই নির্দিষ্ট দিনের ব্যাপার। যদি স্কোরবোর্ডে ভাল রান তোলা যায় এবং শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়, তাহলে সেখানেই ম্যাচ বেরিয়ে যাবে।’
২০১৫ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু অতীতের কথা মাথায় রাখতে রাজি নন ফিঞ্চ। বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বরাবরই কঠিন। তিনটে ফরম্যাটেই ওরা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল। অসাধারণ ফিল্ডিং করে। ৪০ ওভারই ম্যাচে থাকতে হবে আমাদের।’
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি