সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
বিগ বি অমিতাভ বচ্চনের সুস্থতা কামনায় টুইট করেছেন সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
টুইটে আফ্রিদি লেখেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।’
অমিতাভ বচ্চনের করোনামুক্তির জন্য দোয়া চেয়ে টুইট করেছেন সাবেক পাক গতি তারকা শোয়েব আখতারও।
রাওয়ালি পিন্ডি এক্সপ্রেস টুইট করেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার জন্য প্রার্থনা করছি। ’
এমন টুইটকে অবশ্য ভালোভাবে নেয়নি কিছু ভারতীয় নেটিজেন।
শোয়েব আখতারের এমন শুভকামনায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
অনেকে শোয়েবকে আক্রমণও করেছেন রিটুইটে।
অ্যান্টম্যান নামের এক ভারতীয় টুইট করে লেখেন, ‘সীমান্তের ওপারে জঙ্গিরা থাকে। তাই দ্রুত সুস্থতা কামনা করে কোনো প্রার্থনা আমরা চাই না।’
আর সেই নেটিজেনের এমন মন্তব্যে ক্ষেপে যাননি এই সাবেক পাক পেসার। খুব ঠাণ্ডা মাথায় জবাবও দিয়েছেন। অনেকের মতে, ওই ভারতীয় নেটিজেনকে যেন বাউন্সারে বোল্ড করলেন শোয়েব।
জবাবে শোয়েব লেখেন, ‘সৃষ্টিকর্তা মানুষের প্রার্থনা শোনেন। কে জানে কার প্রার্থনা তিনি কখন মেনে নেন। আপনি কাউকে জঙ্গি বলে আখ্যা দিলেই সে ব্যক্তি জঙ্গি হয়ে যাবে না। আল্লাহ আপনার মঙ্গল করুন।’
শেয়েবের এমন জবাবের পর চুপ হয়ে গেছেন ওই টুইট করা ব্যক্তি।
তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ, টুইটার
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি