সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
অনলাইন ডেস্ক
ওপার বাংলার আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নায়ক জিতের প্রযোজিত ‘আয় খুকু আয়’ শিরোনামের এই সিনেমায় মিথিলার সঙ্গী প্রসেনজিৎ।
শুভেন্দু কুণ্ডুর পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোসের মতো তারকারা।
জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমাটিতে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।
পরিচালক শুভেন্দু কুণ্ডুর বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি! বোলপুরের আশপাশে এবং কলকাতায় ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন হবে। ’
সিনেমাটিতে বাবার চরিত্রেও অভিনয় করবেন বুম্বাদা। তবে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।
কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, সিনেমাতে প্রসেনজিৎতের বোনের চরিত্রে দেখা মিলতে পারে মিথিলার। তবে, তা স্বল্প পরিসরে। অবশ্য এখনও এ খবর নিশ্চিত করেননি পরিচালক কিংবা মিথিলা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি