করোনায় মৃত্যুর মিছিল ৫ লাখ ৭০ হাজার ছাড়াল

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

করোনায় মৃত্যুর মিছিল ৫ লাখ ৭০ হাজার ছাড়াল

সিল-নিউজ-বিডি ডেস্ক :: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর দাপট কমছে না কিছুতেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে মৃত্যুর মিছিল ৫ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ১৬৭ জন। আর মারা গেছেন ৫ লাখ ৭১ হাজার ৯৭৯ জন। আর করোনামুক্ত হয়েছেন ৭৬ লাখ ৪৬৪২ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৩৯১ জনের মৃত্যু হলো।
এই সময়ে ৩ হাজার ৯৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন এবং মোট সুস্থ ৯৮ হাজার ৩১৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ।

এ সংক্রান্ত আরও সংবাদ