ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল মধ্যপ্রাচ্যের ৫ দেশ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল মধ্যপ্রাচ্যের ৫ দেশ

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইরানসহ মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ। জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে। যার উৎপত্তিস্থল ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের উত্তরপশ্চিমের ৫৪ কিলোমিটার দূরে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ জানা যায়নি। আইএসএনএ এক রিপোর্টে জানিয়েছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে এর বেশি বিস্তারিত কিছু জানা যায়নি।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ