শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে অজিরা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে অজিরা

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওয়ানডেতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টিতে সেরা হতে মরিয়া।

অন্যদিকে আইসিসি ইভেন্টে শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা নিউজিল্যান্ড নিজেদের প্রথম শিরোপা জিততে চায়। তবে টি ফাইনালের টস ভাগ্য গেছে অস্ট্রেলিয়ার পক্ষে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতেই কিউইদের পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

বিডি-প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ