সুনামগঞ্জে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

সুনামগঞ্জে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায় এর আওতায় সুনামগঞ্জ জেলায় ‘Introductory Course For Trainer Officer’ শীর্ষক অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প পরিচালক শিখা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মো. জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি পরিমল কান্তি দে, আশ্রমের মহারাজ হৃদয় আনন্দ, সম্পাদক শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মন্দিরের পুরোহিত ও সেবাইতের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জীবিকার মানোন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক পরিবর্তনে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হবে। ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করার কথা জানানো হয়।

প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট নির্মল কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, জেলা মাধ্যমিক জাহাঙ্গীর হোসেন,
মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক রবিন আচার্য, জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বিজয় তালুকদার বিজু, পিটিআইয়ের ভারপ্রাপ্ত সুপার আফতাব উদ্দিন, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিচালক সাজিদুল হাসান, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, নিরঞ্জন বন্ধু দাম, সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ