সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডকে ফাইনালে সেভাবে পাত্তা দিল না অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের টার্গেটও হেসেখেলেই পার করে দিলেন অসি ব্যাটাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।
ওপেনার ডেভিড ওয়ার্নারই ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ওয়ার্নার-মার্শ মাত্র ৫৮ বলে ৯২ রানের জুটি গড়েন। মূলত এতেই খেলা হাতছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের।
৪ বাউন্ডারি ও ৩ ছক্বায় ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার।
একই ভেন্যুতে আইপিএলে ব্যর্থ হয়ে অপমানিত হয়েছিলেন ওয়ার্নার। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একাদশ থেকেও বাদ দেয় সানরাইজার্স হায়দরাবাদ।
শুধু তাই নয়, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, অস্ট্রেলিয়ান তারকাকে সাইড বেঞ্চে বসতে দেওয়া তো দূরে থাক, মাঠে নামারও অনুমতি দেয়নি।
এমনকি তাকে হোটেলে রেখে টিম মেটদের মাঠে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।
আর সেই ওয়ার্নার বিশ্বকাপমঞ্চে ছড়ি ঘোরালেন। সবমিলিয়ে রান করলেন ২৮৯ রান।
এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন।
বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অসি তারকা বলেন, ‘আমি সবসময় নিজেকে চাঙা রেখেছি। এক দশক আগে ইংল্যান্ডের কাছে হার সত্যিই আমাকে আঘাত করেছিল। এবার দুর্দান্ত সতীর্থদের গুচ্ছ, প্রিয় সাপোর্টিং স্টাফরা, এবং বিশ্বজুড়ে বিশাল সমর্থকদের ধন্যবাদ জানাই। ফাইনালে সবসময়ের মতোই কিছু স্নায়ুচা ছিল। কিন্তু ছেলেদের দারুণ পারফরম্যান্সে এ জয় এসেছে।’
সুত্র : যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি