জয়পুরহাটে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

জয়পুরহাটে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

অনলাইন ডেস্ক::

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রতিষ্ঠান প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, জিন্নতুন নেছা প্রমুখ। অনুষ্ঠানে ৪১টি প্রতিষ্ঠানের ২৭ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন

এ সংক্রান্ত আরও সংবাদ