বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টে সারা দেশে আর্তমানবতার সেবায় কাজ করে : পলাশ

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টে সারা দেশে আর্তমানবতার সেবায় কাজ করে : পলাশ

নিজস্ব প্রতিবেদক

রেডক্রিসেন্ট সোসাইটির নব-নির্বাচিত সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্হার কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক সিলেটের দিনকাল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক জননেতা আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেছেন, যুব রেড ক্রিসেন্টে সারা দেশে আর্তমানবতার সেবায় কাজ করে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছা সেবা,মূলক একতা, আর্দশকে অনুসরন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। টর্নেডো, বন্যা, সাইক্লোন, খরা, শৈত্যপ্রবাহ, করোন্ মহামারী ইত্যাদি দূর্যোগ ছাড়াও দূর্ঘটনা, অগ্নিকান্ড এবং মানব সৃষ্ট দূর্যোগে যারা বিপন্ন ও ক্ষতিগ্রস্থ হয় এবং কোন সাহায্য ছাড়া যারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনা, সোসাইটি সর্বাগ্রে তাদের পাশে দাঁড়ায়। সোসাইটি সমাজ সেবক মহৎপ্রান মানবতার সেবায় নিযোজিত সারা দেশ ব্যাপি জনসেবা ও কল্যানমূলক কাজ করে থাকে।

মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগ যুব রেড ক্রিসেন্টের তিনদিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার ইউনিটের সভাপতি আলহ্বাজ মিছবাহুর রহমানের সভাপতিত্বে যুব প্রধান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের নবনির্বাচিত সদস্য জনাব মস্তাক আহমেদ পলাশ এ কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট রাধা পদ দে সুজল, উপ- পরিচালক আব্দুস সালাম, সহকারী পরিচালক মেহেদি হাসান, এডভোকেট আবুল হোসেন, আহমদ হোসেন খান, নাজিম উদ্দিন খান প্রমুখ।

সভার অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত সদস্য মস্তাক আহমেদ পলাশ কে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমেদ পলাশ বলেন৷ ” যুবরাই হচ্ছে রেড ক্রিসেন্টের প্রাণ। আর্ত মানবতার সেবা বাংলাদেশ রেড ক্রিসেন্ট কাজ করে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে কোন দূর্যোগে রেড ক্রিসেন্ট মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ