খাদিমপাড়ায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান আফছর

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

খাদিমপাড়ায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান আফছর
জাহিদুল ইসলামঃ খাদিমপাড়া ইউনিয়ন বন্যা কবলিত এলাকা গুলো পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ। গত কয়েকদিনের অতিবৃষ্টি তে ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোনারপুর, নোয়া বস্তি এলাকা পরিদর্শন করেন ও বন্যায় গৃহবন্দী হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ। এসময় তিনি জানান মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ অনেক কষ্টে দিনজাপন করছে পাশাপাশি এবার দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সরকারের পাশাপাশি আমি আমার সাধ্যমতো সকল পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন বাসী পাশে থেকে সহযোগিতা করছি। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।