সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বৃষ্টির কারণে টানা দুইদিন চেষ্টা করেও বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। বৃষ্টিতে ভেসে যাওয়া সে ম্যাচেই মেজাজ হারিয়ে শ্রীলংকান ব্যাটসম্যান রাসেল আর্নল্ডের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যে কারণে তার বড় ধরনের শাস্তি হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলংকার টিম ম্যানেজমেন্ট সৌরভের পাশে থাকায় তেমন কোনো সমস্যা হয়নি।
সম্প্রতি স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেডস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ১৮ বছর আগের সেই ঘটনা প্রসঙ্গে লংকান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, সেই ওয়ানডে ম্যাচে রাসেল আর্নল্ডের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর তুমুল ঝগড়া হয়েছিল। আম্পায়ারও সৌরভের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছিল।
শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আরও বলেছেন, সৌরভ গাঙ্গুলী সেদিন অবস্থা খারাপ দেখে আমাদের ড্রেসিং রুমে এসে কথা বলেন। আমাদের জানান, এটা যদি বেশি দূর গড়ায় তাহলে তাকে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। আমরা তখন সৌরভকে আশ্বস্ত করি, চিন্তা করার দরকার নেই। আমরা এ নিয়ে নতুন করে কোনো ঝামেলা করব না।
সেদিন শ্রীলংকার কারণেই বড় ধরনের শাস্তি থেকে রক্ষা পান সৌরভ গাঙ্গুলী। তিনি এর আগেও আইসিসির আচরণবিধি ভেঙে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি