ছাতকে ত্রাণ নিয়ে বন্যার্তদের বাড়ি বাড়ি এমপি মানিক

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

ছাতকে ত্রাণ নিয়ে বন্যার্তদের বাড়ি বাড়ি এমপি মানিক

ছাতক প্রতিনিধি :: দশ দিনের মাথায় পরপর দুটি বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার এলাকাবাসী।

দুই উপজেলার প্রায় ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী জীনযাপন করছেন।

সোমবার সকালে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রিত ২৫০ বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ শেষে দুই উপজেলার দুর্গম এলাকার ইসলামপুর ইউনিয়নের সাইদাবাদ ও দোয়ারাবাজার উপজেলার মন্তাজপুর গ্রামে নৌকা নিয়ে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।