সুরমা গেইটে পুলিশ দেখে কিশোরের ভোঁ দৌড়, অত:পর…

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সুরমা গেইটে পুলিশ দেখে কিশোরের ভোঁ দৌড়, অত:পর…

অনলাইন ডেস্ক :: সিলেট শাহপরাণ (রহ.) থানাপুলিশের অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরীর নির্দেশনায় একদল পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট বাইপাস পয়েন্টস্থ চেকপোস্টে ডিউটিকালে শরীফ আহমদ (১৯) নামের এক কিশোর পুলিশকে দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে।

পরে শরীফের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। যার মূল্য আনুমানিক ৪ হাজার টাকা।

আটক শরীফ সিলেটের গোয়াইনঘাট জেলার নলজরী পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

পরে শরীফের বিরুদ্ধে শাহপরাণ থানার মামলা দায়ের করা হয়। মামলা নং-৯ (১৩/০৭/২০২০)।

বিষয়টি শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।