পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় বিনা খরচে দেশে আসল ছাতকের সুজনের লাশ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় বিনা খরচে দেশে আসল ছাতকের সুজনের লাশ

অনলাইন ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহযোগিতায় এবং সিলেট জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক (ইউএই) রোটারিয়ান এম আবুল হাসনাতের প্রচেষ্টায় বিনা খরচে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া গ্রামের আংগুর মিয়ার ছেলে মৃত সুজন মিয়ার (৩৮) লাশ।

গত ১১ জুলাই তার লাশ দেশে আসে এবং ১২ জুলাই দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পরিবারকে ভালো রাখার জন্য ভিজিট ভিসায় গত ৬ মাস পূর্বে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান সুজন মিয়া। কিন্তু বেশিদিন থাকা হলোনা এই ধরাতে, পরপারে পাড়ি জমালেন অল্প কিছুদিন পরেই।