সিলেট শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি-কে ফেঞ্চুগঞ্জের অভিনন্দন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সিলেট শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি-কে ফেঞ্চুগঞ্জের অভিনন্দন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি-কে অভিনন্দন জানিয়ে ফেঞ্চুগঞ্জে ৩ টি পৃথক উপ-কমিটি’র নেতৃবৃন্দরা সমাবেশের মাধ্যমে ধন্যবাদ জানান। মঙ্গলবার বিকেলে ফেরিঘাট উপকমিটির কার্যালয়ে এক ভার্চুয়াল সমাবেশে বক্তারা বলেন – পূর্ববর্তী কমিটির সভাপতি ফলিক তার নিজের ইচ্ছায় শ্রমিকদের টাকা আত্বসাত করেছেন। পাশাপাশি তিনি নিজ ইচ্ছায় ফেঞ্চুগঞ্জে পৃথক উপ-কমিটি তৈরি করতে গিয়ে শ্রমিকদের সমর্থন হারিয়েছেন। পাশাপাশি বক্তারা আরও বলেন – আমরা নুনু মিয়ার মত একজন ব্যক্তিকে কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি পেয়ে আনন্দিত। আমরা আশাকরি নতুন কমিটির মাধ্যমে পূর্বের দুর্নীতির বিরুদ্ধে তারা অবদান রাখবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করবেন। অনুষ্ঠানে তারা নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান। এ সময় – ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট উপকমিটি’র সভাপতি ফখরুল তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মাইজগাঁও উপ-কমিটি সভাপতি আব্দুল লতিফ, ফেরিঘাট উপকমিটি’র সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক, মাইজগাঁও উপ-কমিটি’র সবুজ আহমদ, ফয়ছল আহমদ, সহ-সভাপতি মাইজগাঁও উপ-কমিটি, লাল মিয়া সদস্য চানপুর উপ-কমিটি, পাপলু আহমদ, সহ-সম্পাদক চানপুর উপ-কমিটি, শহীদ আলী, সদস্য ফেরিঘাট উপকমিটি, বকুল আহমেদ সদস্য মুহিন আহমেদ, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ