সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিকদের ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক :: দুর্বৃত্তদের হামলায় সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন (রেজি. ২১৭৪) এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুন হওয়ার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবীতে শ্রমিকরা গত ৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘাট ডাক দেন।

মঙ্গলবার দুপুরে ধর্মঘট চলাকালে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরোজপুরস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) সোহেল আহমদ ও দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের এর নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হন।

বৈঠকে রিপন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করেন ডিসি সোহেল আহমদ ও ওসি আক্তার হোসেন এবং শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করার অনুরোধ জানান। তাদের অনুরোধের প্রেক্ষিতে শ্রমিকরা আগামী মঙ্গলবার পর্যন্ত ধর্মঘট স্থগিত ঘোষণা করেন। তবে শ্রমিকদের অন্যান্য আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল সহ অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টায় ইকবাল হোসেন রিপন ও তার বন্ধু বাবলা আহমদ তালুকদার মোটর সাইকেল যোগে বাসায় যাওয়ার পথে নগরীর দক্ষিণ সুরমার ষ্টেশন রোডস্থ বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা ধরালো অস্ত্র দিয়ে হামলা করলে রিপন নিহত হন।