শাবির ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত, ২৫ জনই সিলেটের

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

শাবির ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত, ২৫ জনই সিলেটের

নিজস্ব প্রতিবেদক :;

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ২০০ জন ও সুনামগঞ্জে ১ হাজার ২০৭ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ