সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
মহামারী করোনাভাইরাসের মধ্যেই বিয়ে করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে দোয়া প্রার্থনা করেন জাতীয় দলের এ তরুণ ওপেনার।
গত শনিবার রাজশাহীর নিজ বাড়িতে বিয়ে করেন শান্ত। ২১ বছর বয়সী বাঁহাতি এ ওপেনার বলেন, গত শনিবার বিয়ে করেছি। আমাদের জন্য দোয়া করবেন।
নাজমুল হোসেন শান্তর স্ত্রী সাবরিন সুলতানা রত্নার বাড়িও রাজশাহী। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
করোনার কারণে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে আমাদের বিয়ের আয়োজনটা ঘরোয়াভাবেই হয়েছে। যতটুকু আয়োজন না করলেই নয়, তাই করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করার চিন্তা-ভাবনা রয়েছে।
নাজমুল হোসেন শান্তর একদিন আগেই দ্বিতীয় বিয়ে করেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। করোনার এই সংকটের মধ্যেই বিয়ে করেন ক্রিকেটার আবু জায়েদ রাহী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি