দক্ষিণ আফ্রিকায় করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

দক্ষিণ আফ্রিকায় করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক :;

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইষ্ট লন্ডন ও কুইন্স টাউনে দুইজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ইষ্ট লন্ডনে বসবাসকারী চট্টগ্রামের বাসিন্দা ওসমান গনি দুই সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যুবরণ করেন।

অপরদিকে একই প্রদেশের কুইন্স টাউনে ওমর ফারুক নামের আরেক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত হয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় করোনায় এ পর্যন্ত ৪ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ ৮৮ হাজার জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ।