সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
অনলাইন ডেস্ক :; ভারতের আগ্রায় নয়তি হাসপাতালে এবার গুপ্তা নামে ৯৭ বছরের এক কেভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রাণঘাতী করোনায় আক্রান্তদের মধ্যে বয়স্কদের মৃত্যুর হারই বিশ্বজুড়ে বেশি। এই পরিস্থিতিতে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠে আশার আলো দেখালেন ৯৭ বছরের ওই বৃদ্ধ।খবর এডিটিভির।
তিনি এ পর্যন্ত ভারতের করোনা জয়ীদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি। উত্তরপ্রদেশের আগ্রার নয়তি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার সুস্থ হয়ে ওঠার খবর বৃহস্পতিবার জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আগ্রার ওই হাসপাতালে গত ২৯ এপ্রিল ভর্তি ছিলেন ৯৭ বছরের ওই বৃদ্ধ।কারোনার পাশাপাশি তার হাইপার টেনশনের সমস্যা ছিল।
ভর্তির পরই তাকে অক্সিজেন দিতে হয়েছিল। তার পর থেকেই ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে। অবশেষে গত বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আগ্রার জেলাশাসক প্রভু এন সিংহ সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা গুপ্তর ওপর নজর রেখেছিলাম।সুস্থ হওয়ার পর তার করোনা রিপোর্ট নেগেটিভ এল।
এতে আমরা সবাই খুব খুশি হয়েছি।করোনা অনেক বৃদ্ধের জীবন কেড়েছে।কিন্তু তাকে পরাস্ত করতে পারেনি।তার সুস্থ হয়ে ওঠা করোনা চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি