শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত করোনা পজিটিভ

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের করোনা রোগীদের জন্য বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর আগে থেকেই তিনি এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন।

করোনা পরীক্ষার জন্য তিনি সোমবার (১৩ জুলাই) শরীরের নমুনা দেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।