আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন সেনা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

আফগানিস্তানের ৫ ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন সেনা

অনলাইন ডেস্ক :
তালেবানদের সঙ্গে করা চুক্তির শর্ত অনুসারে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের পাঁচটি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। খবর সিএনএনের।

দেশটির আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছে, দোহায় তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এসব ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে বলেও টুইটার বার্তায় দাবি করেন খালিলজাদ।

তবে তিনি পাঁচ মার্কিন ঘাঁটির নাম না বললেও আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, এসব ঘাঁটি দেশটির উরুজগান, হেলমান্দ, পাকতিকা ও লাগমান প্রদেশে অবস্থিত।

এসব ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জনাথান হোফম্যান। সরিয়ে নেয়া মার্কিন সেনা সংখ্যা কত তা জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ