সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
পারফরম্যান্সের গ্রাফ ওঠানামা করলেও কিছুতেই আটকাচ্ছে না রিয়াল মাদ্রিদের জয়। ভালো খেলে হোক বা ভাগ্যদেবীর আশীর্বাদে, জিতেই চলেছে জিনেদিন জিদানের দল।
করোনা-বিরতির পর ফের শুরু হওয়া লা লিগায় টানা নয় ম্যাচ জিতে উৎসবের উপলক্ষ প্রস্তুত করে ফেলেছে রিয়াল। সোমবার গ্রানাদাকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপার খুব কাছে চলে এসেছে তারা।
বার্সেলোনার চেয়ে আবারও চার পয়েন্টে এগিয়ে গেছে। ৩৬ ম্যাচ শেষে রিয়াল ও বার্সার সংগ্রহ যথাক্রমে ৮৩ ও ৭৯ পয়েন্ট। শেষ দুই রাউন্ডে আর দুই পয়েন্ট পেলেই দুই বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে রিয়াল।
পরের ম্যাচটা জিতলেই মিলে যাবে সেই সমীকরণ। আর বার্সা হোঁচট খেলে ফের মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। গত পরশু গ্রানাদার মাঠে শুরুতেই দুই গোলে এগিয়ে যাওয়ার পর কিছুটা খেই হারিয়ে ফেলেছিল রিয়াল।
সেই সুযোগে একের পর এক আক্রমণে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত রিয়ালের জয়যাত্রায় ছেদ টানতে পারেনি গ্রানাদা। প্রতিপক্ষের মাঠে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোলে ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। মিনিটছয়েক পর লুকা মদরিচের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। চলতি লিগে এটি তার ১৯তম গোল।
বিরতির পর ম্যাচ জমিয়ে তোলে গ্রানাদা। ৫০ মিনিটে ব্যবধান কমান দারউইন মাচিস। লিগে ৫০৭ মিনিট পর গোল হজম করলেন রিয়ালের শেষ প্রহরী থিবো কুর্তোয়া। ৮৫ মিনিটে সমতাসূচক গোল প্রায় পেয়েই গিয়েছিল গ্রানাদা।
একদম গোললাইন থেকে বল ফিরিয়ে রিয়ালকে বাঁচিয়ে দেন অধিনায়ক সের্গিও রামোস। এখন অপেক্ষা উৎসবের। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন রিয়াল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি