সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
অনলাইন ডেস্ক :
কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত আরও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কানাডা ও মার্কিন কর্মকর্তারা ২১ আগস্ট পর্যন্ত দুই দেশের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছেন।
মার্চ মাসে প্রথম থেকে সীমান্তে বিধিনিষেধ আরোপ করা হয়। এর পর থেকে প্রতি মাসে এর মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হলো।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিদিনই প্রায় ৬০ হাজারেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে কানাডায় সে তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক কম। এ কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় কানাডা সীমান্ত খুলে দেয়ার ব্যাপারে একমত নয়।
ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের সদস্যরা কানাডাকে সীমান্ত খুলে দেয়ার চাপ দিয়েছেন, কিন্তু কানাডা তা প্রত্যাখ্যান করছে।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত মাসে ঘোষণা করেছিলেন কানাডা এবং যুক্তরাষ্ট্র কমপক্ষে ২১ জুলাই পর্যন্ত দুই দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখব। এতে আমাদের উভয় দেশের মানুষকে সুরক্ষিত থাকবে।
কানাডায় এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৮৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ হাজার ৭৯৮ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ১৭০ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি