সিলেট বিভাগে ১৬৬ জন করোনা শনাক্তের দিনে ৩৪ জন সুস্থ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

সিলেট বিভাগে ১৬৬ জন করোনা শনাক্তের দিনে ৩৪ জন সুস্থ

নিজস্ব প্রতিবেদক :;
শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ১৬৬ করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন মাত্র ৩৪ জন। তবে শেষ ২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু ঘটেনি।

বুধবার (১৫ জুলাই)সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে শনাক্ত ১৬৬ জনের মধ্যে সিলেট জেলায় ৬৩ জন ও সুনামগঞ্জে ১৪ জন। হবিগঞ্জে ৬৫ জন ও মৌলভীবাজারে ৪৪ জন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৬ জন, সিলেটে সুস্থ ৬ জন ও হবিগঞ্জে ১০ জন করোনা জয় করার তথ্য জানানো হয়েছে।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ২১৮ জন। সুনামগঞ্জে ১ হাজার ২০৬ জন, হবিগঞ্জে ৯৮৭ জন ও মৌলভীবাজারে ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন। আর মৃত্যুবরণ করেছেন ১০৭ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ