অভিনেত্রী সারার গাড়িচালকের করোনা পজিটিভ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

অভিনেত্রী সারার গাড়িচালকের করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক :;

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সারা আলি খানের গাড়িচালক। একটি পোস্টে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লিখেছেন– ‘তার গাড়িচালকের কোভিড-১৯ পজিটিভ।’

সারা তার ইনস্টাগ্রামে পোস্টে লিখেন– ‘আমি আপনাদের জানাতে চাই যে, আমাদের ড্রাইভার কোভিড-১৯ পজিটিভ রয়েছেন। সময়মতো আমাদের এ বিষয়ে সতর্ক করেছেন এবং তাকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের সবাই– এমনকি গৃহকর্মীরও করোনা নেগেটিভ এসেছে। তবে আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব।’

এই অভিনেত্রীর গাড়িচালককে কোয়ারেন্টিন থাকার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে অভিনেতা অমিতাভ বচ্চনের পুরো পরিবার ও তার ৮ বছরের নাতনি আরাধ্যাও সম্প্রতি করোনা হয়েছে। বিগ বি ও অভিষেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঐশ্বর্য ও তার মেয়ে সেলফ কোয়ারেন্টিনে নিজেদের বাড়িতেই রয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি