সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: বড়লেখায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এবারের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য ২৮ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় কৃতকার্য হয়েছে। ফলে শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজটি পর পর চারবার শতভাগ ফলাফল অর্জন করলো।
বুধবার (১৫ জুলাই) চতুর্থ বারের মতো শতভাগ ফলাফল অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ওই কলেজ থেকে নিয়মিত ২৮ জন ও অনিয়মিত ৪ জন সহ মোট ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
গত ৩১ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় পাশ করেছে অনিয়মিত ৪ জন। আর নিয়মিত পরীক্ষার্থীদের ২৮জনই ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে ওই বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন করে। সম্প্রতি পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। এতে দেখা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল করা ২৮ জন শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে।
কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব াস গুপ্ত বুধবার জানান, যান্ত্রিক কারণে তার কলেজের এসএসসি পরীক্ষার ২৮ জন নিয়মিত পরীক্ষার্থীকে এক বিষয়ে ফেল রাখা হয়। ফলাফল প্রকাশের পরই তিনি শিক্ষাবোর্ডে পুনঃনিরীক্ষণের আবেন করেন। এতে সকলেই কৃতকার্য হয়েছে। এ নিয়ে তার কলেজটি এসএসসিতে চতুর্থ বারের মতো শতভাগ ফলাফল অর্জন করলো।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি