জুম্মাত বেগমের রোগ মুক্তি কামনায় একতা মহল সিলেট এর দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

জুম্মাত বেগমের রোগ মুক্তি কামনায় একতা মহল সিলেট এর দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক :; সিলেট সদর উপজেলা ৬নং টুকেরবাজার ইউনিয়নের, মাহমুদাবাদ আবাসিক এলাকায়, একতা মহল সামাজিক সংগঠন সিলেট এর উদ্যোগে ১১৯ বসর বয়েসের অসহায় মহিলা ( জুম্মাতের মা) নামে এক বৃদ্ধা মহিলার সুস্থার কামনায় খতমে কোনআন ও দোয়া মাহফিল । আজ ১৫ জুলাই রোজ বুধবার বাদ জোহর মাহমুদাবাদ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, একতা মহল সামাজিক সংগঠন সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি জাফর সরদার, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন শেখ, সহ সভাপতি মো: জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মো: বাবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো: আশরাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান, সদস্য জাবেদ আহমদ, মোখলেছ আহমদ, জুয়েল আহমদ, সোহেল আহমদ, আহাদ আহমদ, করিম উদ্দিন, মনির হোসেন, আমির আলী, হারুন মিয়া, শুভ, মুহিবুর রহমান, সমীরণ তালুকদার, সোবাহান মিয়া, জামিল আহমদ ও বাচ্চু মিয়া প্রমুখ।

খতমে কোনআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ আব্দুর রহিম। দোয়া মাহফিলে জুম্মাতের মার আরোগ্য কামনাসহ সকল বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য সিলেট মাহমুদাবাদ এলাকার ১১৯ বছর বয়েসের অসহায় মহিলা( জুম্মাতের মা) নামে বৃদ্ধা মহিলার সকল প্রকার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে, একতা মহল সামাজিক সংগঠন সিলেট।