চুনারুঘাটে নির্মাণ, কৃষি ও চা শ্রমিকদের মাঝে ওশি’ ফাউন্ডেশনের জরুরী খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

চুনারুঘাটে নির্মাণ, কৃষি ও চা শ্রমিকদের মাঝে ওশি’ ফাউন্ডেশনের জরুরী খাদ্য সহায়তা প্রদান

 নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ওশি ফাউন্ডেশন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জরুরী খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আজ ১৫জুলাই বুধবার সকাল ১০.৩০ টায় হবিগঞ্জের চুনারুঘাটে ওশি ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে চুনারুঘাটের কৃষি, নির্মাণ ও চা শ্রমিকদের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করে। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চুনারুঘাট কৃষি শ্রমিক ইউনিয়ন, চুনারুঘাট মুক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য এবং চা শ্রমিকদের মধ্যে ১২০ জন শ্রমিককে প্রায় ১ মাস চলার উপযোগী খাবার বিতরণ করা হয়। ওশি ফাউন্ডেশনের হাবিবুর রহমান শামীমের পরিচালনায় জরুরী খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এছাড়ও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জালাল সরকার। বক্তারা শ্রমিকদের করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা পতিত জমি আবাদের মাধ্যমে সব্জি ও অন্যান্য ফসল ফলানোর মাধ্যমে বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বয়ংসম্পর্ণ হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান। শ্রমিকরা এই খাবার সহায়তা পেয়ে ওশি ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।