জাফলংয়ের যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

জাফলংয়ের যুবকের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাফলং বন বিভাগের গ্রিন পার্ক এলাকা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাদ্দাম জাফলংয়ের কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার ছিলেন।

নিহত যুবকের খালাতো ভাই জাফলং ট্যুরিস্ট গাইড ও স্টুডিও মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, প্রতিদিনের-মতো বুধবার সকালের নাস্তা শেষে সাড়ে ৮টার দিকে ক্যামেরা নিয়ে পর্যটকদের ছবি তোলার জন্য পর্যটন কেন্দ্র সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে সাদ্দাম বাড়ি থেকে বের হয়।

পরে বিকেলে জাফলং বন বিটের গ্রীণপার্ক এলাকায় স্থানীয় লোকজন তার মরদেহ দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, ঘটনাস্থল থেকে সাদ্দাম হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার ক্লু বের করে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।