টানেলের শেষে আলো আছে

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

টানেলের শেষে আলো আছে

 মুকুল হক :; কোভিড ১৯ এর কারণে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সম্মুখীন হচ্ছেন প্রতিদিনই। প্রেসিডেন্ট ট্রাম্প সুন্দর একটি কথা বলেছেন, ‘টানেলের শেষে আলো আছে’। উনার কথার সূত্র ধরেই আমার লেখাটা…. লিংকন টানেলে গাড়ি নিয়ে ঢোকার মুখে আমার সবসময়ই কেমন একটা ভয় লাগে। নিউইয়র্ক সিটি-দীর্ঘ লিংকন টানেলের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের সাথে সংযুক্ত। লিংকন টানেল হুডসন নদীর তলদেশে প্রায় ১.৫ মাইল দীর্ঘ টানেল যখনই অতিক্রম করি কেমন যেন মনে একটা ভয় কাজ করে। শরীর খারাপ লাগে, মনের মধ্যে টেনশন হয়, কতক্ষণ টানেল পাড়ি দিব। তিন/চার মিনিট ড্রাইভি করার পর টানেলের শেষে যখন আলো দেখি তখন সত্যি মনটা শান্ত হয়ে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই। বলেছেন, “টানেলের শেষে আলো আছে’। এই কঠিন সময়ে আমাদের ইতিবাচক থাকতে হবে এবং নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে টানেলের শেষে আসলেই আলো আছে। যাই হউক, কোভিড ১৯ এর কারণে কর্মক্ষেত্র থেকে অনিশ্চিত লে ওফ। এমন পরিস্থিতিতে বাসায় বসা আর সচেতন হওয়া ছাড়া আপাতত কিছুই করার নেই। পরিস্থিতি পরিবর্তন করতে পারব না, কেবল এটি মোকাবেলা করতে হবে। গতকাল বৈঠকখানায় বসে আছি, হঠাৎ সহধর্মীনিকে বললাম আজ আমি রান্না করব তুমি বিশ্রাম কর। সহধর্মীনির মুখে মুচকি হাসি। রান্না ( অনেক দিন পর) করলাম মসুর ডাল ভুনা আর গরুর মাংস আলু দিয়ে। রান্নার মাঝখানে কফি বানিয়ে দিলাম সহধর্মীনিকে। আবার মুচকি হাসি, ধন্যবাদ একটা পেলাম। রান্না শেষ, খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছি সন্তানরা বলছে বাবার রান্না “ওয়াও”। দেখেছি পরিবারের চোখে-মুখে আমার এই ইনিশীঅটিবটি তাঁদের স্ট্রেস কমাতে সাহায্য করেছে। আসলে ইনিশীঅটিব নিজের যেমন স্ট্রেস ভুলিয়ে দেয়, তেমনি অপরের স্ট্রেস ভুলাতে সাহায্য করে। আগেই বলেছি কর্মক্ষেত্র থেকে অনিশ্চিত লে ওফ। বাসায় বসা আর সচেতন হওয়া ছাড়া আপাতত কিছুই করার নেই। আমি একজন সংযোজক প্রিয় মানুষ, এই কঠিন সময়ে ফেসবুক, মেসেঞ্জার ও ফোনে যোগাযোগ করছি সবার সাথে। যতটুকু পারছি ইতিবাচক বিষয় নিয়ে কথা বলছি। ইতিবাচক চিন্তা করার মাধ্যমেই আমরা টানেলের শেষে আলো দেখতে পাবো। বলে রাখা ভাল, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোনিবেশ করুন, যা আপনি পারবেন না তা নয়। এই কঠিন সময়ে বেঁচে থাকার জন্য আপনার নিজের যত্ন নিন, ঘরের মধ্যই হাঁটুন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুণ, একটি আশ্চর্যজনক বই পড়ুন। সবারই জানা সবকিছুরই শেষ আছে তা ভাল হোক কিংবা খারাপ, তা চিরকাল স্থায়ী হয় না। ইনশাআললাহ আমাদের আত্মবিশ্বাসই টানেলের শেষে আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে। যে যেখানেই আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন । লেখক মুকুল হক ( নিউইয়র্ক )

এ সংক্রান্ত আরও সংবাদ