শাজাহান সিরাজকে শেষ বিদায় জানাল কালিহাতীবাসী

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

শাজাহান সিরাজকে শেষ বিদায় জানাল কালিহাতীবাসী

অনলাইন ডেস্ক :;

অশ্রুসিক্ত নয়নে কালিহাতীবাসী তাদের প্রিয় মানুষ স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাজাহান সিরাজকে শেষ বিদায় জানাল। শেষবার তাকে দেখার জন্য বুধবার কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তার রাজনৈতিক সহকর্মী ও ভক্তরা এলেঙ্গা শামছুল হক কলেজ মাঠে ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ছুটে যান দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বুধবার সকাল সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্সযোগে শাজাহান সিরাজের মরদেহ ঢাকা থেকে এলেঙ্গায় পৌঁছালে সেখানে তার দীর্ঘদিনের শত শত রাজনৈতিক সহকর্মী ভক্ত অনুসারীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বুধবার দুপুর ১২টার দিকে এলেঙ্গা সরকারি শামছুল হক কলেজ মাঠে প্রথম জানাজা ও দুপুর আড়াইটায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কালিহাতী উপজেলা নিবাহী অফিসার শামীম আরা নিপার নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। করোনাভাইরাসের কারণে সামজিক দূরত্ব মেনে জানাজা অনুষ্ঠিত হওয়ায় মাঠে লোক সংকুলান হয়নি। পরে রাস্তায় দাঁড়িয়ে অনেক মানুষ জানাজা নামাজ পড়েন।

দুই স্থানেই প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে ও রাজনীতি কর্মকাণ্ডে তার অবদানের কথা স্মরণ করেন।