সুবিদবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩টি মামলার আসামী আটক

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

সুবিদবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩টি মামলার আসামী আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সুবিদবাজার থেকে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দাগাঁও মারপাশি মৃত কুতব উদ্দিনের ছেলে ইসকন্দর আলী (৪৫)। বর্তমানে সে আম্বরখানার রাজারগলিতে বসবাস করছে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায় চৌধুরী, এএসআই সঞ্জয় চন্দ্র দেব সহ পুলিশ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার সুবিদবাজার দর্শন দেউরী ব্রীজের উপর অভিযান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে এসআই সারোয়ার হোসেন ভূইয়া বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ