সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় নতুন নতুন রেকর্ড করে যাচ্ছে।
বুধবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭ হাজার ৬৩২ হাজার লোক ভাইরাসটিতে পজিটিভ এসেছে।
টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসের খবরে সেখানে ১০ হাজার ৭৯১ জন আক্রান্ত ও ১১০ জনের প্রাণহানির কথা বলা হয়েছে। এই দুটো সংখ্যা রাজ্যটিতে আক্রান্তের নতুন উচ্চতা বলে বলা হয়েছে।
ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বুধবার বলেন, তিনি করোনায় পজিটিভ এসেছেন। রাজ্যটিতে ১০ হাজার ৭৫ জন রোগটিতে সংক্রমিত হয়েছেন। এটা সেখানে আক্রান্তের নতুন রেকর্ড।
এছাড়া আলবামায়ও ভয়ঙ্কর মাইলফলক ছুঁয়েছে। সেখানে প্রথমবারের মতো একদিনে ৪৭ জন মারা গেছেন।
ফ্লোরিডাসহ অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। মহামারী শুরু হওয়ার পর থেকে ফ্লোরিডায় এখন পর্যন্ত তিন লাখ দুই হাজার মানুষ এতে আক্রান্ত হন।
চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াও আক্রান্ত বেড়েছে। যে কারণে কর্মকর্তারা সেখানে নতুন করে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
বুধবার রাজ্যটিতে ১১ হাজার ১২৫ নতুন আক্রান্ত ও ১৪০ জনের মৃত্যু হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের পরিচালক বারবারা ফেরের বলেন, মহামারী এখানে বিপর্যয়কর অবস্থায় আছে। বর্তমানে রাজ্যটিতে দুই হাজার ১৯৩ জন ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি